
আমাকে জানুন
সহজ ভাষায় মানুষের মাঝে বিজ্ঞান ও গণিত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এ জন্য ২০১৮ সালে যুক্ত হই বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার সঙ্গে। বর্তমানে বিজ্ঞানচিন্তার সহসম্পাদক হিসেবে কর্মরত। পাশাপাশি ২০১৬-২০২৩ সাল পর্যন্ত করেছি শিক্ষকতা। ছোটদের জন্য নিয়মিত লিখছি মাসিক ম্যাগাজিন কিশোর আলো এবং দৈনিক প্রথম আলোয়।
গোপালগঞ্জের কোটালিপাড়ার মান্দ্রা গ্রামে আমার জন্ম ১৫ ডিসেম্বর। সেখানেই বড় হয়েছি। পড়ালেখা করেছি গণিতে। তিন ভাই-বোনের মধ্যে আমিই বড়। বাবা-মা থাকেন গ্রামে। মেয়ে ও স্ত্রীকে নিয়ে রাজধানীতে আমাদের ছোট্ট সংসার।
আমার সম্পর্কে
শুরুটা হয়েছে বিজ্ঞানচিন্তার হাত ধরে। এরপর থেকে দৈনিক প্রথম আলো, বিজ্ঞানচিন্তা ও কিশোর আলোয় লিখছি নিয়মিত। লেখালেখি করেছি দেশের আরও কিছু প্রথম সারির দৈনিক পত্রিকায় এবং অনলাইন প্লাটফর্মে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি বই। আমার কাজটাই করে যেতে চাই নিয়মিত।
০১
প্রথম প্রকাশিত লেখা - ২০১৮
বিজ্ঞানচিন্তায় প্রথম ব্যাকটেরিয়া নিয়ে একটি ফিচার প্রকাশিত হয়।
০২
জাতীয় দৈনিকে প্রথম লেখা - ২০২২
প্রথম আলোর গোল্লাছুট পাতায় ‘কী কী কেন কেন’ বিভাগে প্রথম লেখা প্রকাশিত হয়।
০৩
প্রথম প্রকাশিত বই - ২০২৩
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত আমার প্রথম বই গণিতের খেলা গণিতের মজা
